Interview of Former MP GM Shiraj with Shaifur Rahman Sagar by eurobdnewsonline.com Part-2

  • 10 years ago
Golam Mohammad Shiraj Former Parliament Member of largest political party Bangladesh Nationalist Party. He was Elected for 4 times from constituency Bagura 5. He is was born in Political family. His father was also great politician of Bagura. GM Shiraj is renown politician in Bangladesh. Beside politics he is also success businessman.

ইউরোবিডি নিউজ অনলাইন ডটকম এর এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আলোচনার উল্লেখযোগ্য কিছু অংশ নিম্মে লিখিতভাবে তুলে ধরা হলো।
বলতে হয় সেই ছোট্ট সিরাজের কথা। আমার জন্ম তো অনেক আগে। আমার বাবার সম্ভবত সিরাজউদ্দৌলার ইতিাহাসের সাথে খুব একটা তার আত্মিক সম্পর্ক বা নিবিড় একটা আত্মস্থ ছিল এবং সেই থেকে মনে হয়
সিরাজউদ্দৌলার নাম করণে আমার নাম রাখা হয়েছে। সিরাজ মানে প্রদীপ আর গোলাম মোহাম্মদ সিরাজ আরেটকু বিস্তৃত না যে মোহাম্মদের গোলাম।
১. আমার জন্ম বগুড়ার শেরপুর উপজেলার ধানকুন্ডি গ্রামের দাদার জমিদার বাড়িতে।
৩. বগুড়া জেলা স্কুল থেকে ১১৯৬৬ সালে এইচএসসি এরপর ঢাকা কলেজ এবং ১৯৭০ সালে গ্র্যাজুয়েশন সম্পন্ন করি।
২. তখনকার মানুষ এখনকার মানুষ এতবেশি নিষ্ঠুর হয়নি যে পাহাড় কেটে মানুষ পাহাড় নষ্ট করে। বন কেটে ফ্যাক্টরি বানায়। তখনতো এত মিল-ফ্যাক্টরি হয়নি। যার ফলে বন-জঙ্গল বা ঐ প্রকৃতি বিস্তৃত এলাকাতে আমার জন্ম হয়েছে।
৪. আমার বাবা ছিলেন মুসলিম লীগের একজন নেতা। তিনি ছিলেন জন দরদী। তিনি একই সাথে ৩০ বছর ইউনিয়ন পরিষদ এবং প্রাদেশিক পরিষদের ছিলেন।

Recommended