Bangladeshi celebrity exclusive interview with shaifur rahman by eurobdnewsonline.com

  • 10 years ago
Here you can see of all our guests comments about eurobdnewsonline.com of the year 2013. We are working now for the year 2014. Please For watch all video, browse eurobdnewsonline.com ph+8802 9333 023

চলে গেল ২০১৩। তাই আমরা একটু ফিরে দেখছি কেমন ছিল ইউরোবিডিনিউজ অনলাইন ডটকম এর ২০১৩ সাল।শুরুতা আমাদের জুলাই এর দিকে, মাত্র কজন নিয়ে খবর সংগ্রহ।এর পরেই আস্তে আস্তে ছোট পরিসরের গণ্ডি পেড়িয়ে বৃহৎ ভাবে খবর প্রচার করার অঙ্গিকারে আবদ্ধ হলাম আমরা।আমাদের কর্মী বাহিনী তথা সংবাদ কর্মীরা স্বেচ্ছায় শ্রম দেবার আশ্বাসে দুর্বার গতিতে এগিয়ে চললাম।ঠিক ২ মাসের মাথায় সিদ্ধান্ত নিলাম প্রবাসে যারা থাকে তারা তো অনেক তাদের খবর কেন দেশের মানুষ জানবেনা? হাতে নিলাম প্রবাসিদের খবর দেশে দেয়ার দেশের খবর প্রবাসিদের দেয়ার, তাতেও আসলো সাফল্য।

কিছু দিনের মধ্যে আমাদের প্রবাসি পাঠক সংখ্যা বিশ্বের প্রায় সব কটি দেশ থেকে বাড়তে থাকলো। আজ আমাদের পত্রিকা প্রতিদিন পড়ছে কয়েক লাখেরো বেশি মানুষ সারা পৃথিবীতে। আমাদের কাছে সবাই শুভেচ্ছা বার্তার মেইল পাঠাতে লাগলো। তাতে আমাদের স্পিড উৎসাহ আরও বেড়ে গেলো।এবার চিন্তা করলাম আমাদের দেশের বরেণ্য ব্যাক্তিদের নিয়ে,যারা সারা জীবন দেশের জন্য অনেক কিছু দিয়ে যাচ্ছেন এবং এখনো দেশের জন্য করে যাচ্ছেন তাদেরকে আমরা আন্তর্জাতিক ভাবে তথ্য নির্ভর করে তুলবো অনলাইনে।
এতে করে বিদেশে বড় হওয়া ছেলে মেয়েরা আমাদের দেশের বিখ্যাত মানুষদের সম্পর্কে জানলো ও দেখল।এই কনসেপ্ট কেও সবাই সানন্দে গ্রহন করলো আমরা সঙ্গিত ভুবনের অনেক শিল্পী ও রাজনৈতিক গুনিজন্দের কে আমাদের এখানে এনে তাদের জীবন সম্পর্কে ভিডিও ইন্টার্ভিউএর মাধ্যমে জানাতে চেষ্টা করেছি এবং আমরাই প্রথম অনলাইন পত্রিকা
এই ধরনের চেলেঞ্জিং কাজে সফল হওয়ার চেষ্টা করছি ।এই ২০১৪ সালেও আমরা আরও ভিন্ন আয়োজন নিয়ে আপনাদের কে আনন্দ দেয়ার চেষ্টা করবো।আমাদের সকল কাজের উৎস আমাদের ইউরোবিডি নিউজ অনলাইন ডটকম এর পাঠকদের।দেশ বিদেশে থেকে আমাদের পাঠকরা আমাদের খবর গুলো পরছে বলেই মাত্র ৫ মাসে আমরা "আলেক্সা রাঙ্কিঙ্গে" ১৫০ এর কাছাকাছি এসেছি যা প্রায় অভাবনীয়।
এর সবটুকু দাবীদার আমাদের পাঠক বৃন্দ। আমাদের সম্পাদক ও যুগ্ন সম্পাদিকা এবং শতের অধিক দেশের বিভিন্ন জেলার প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ও বিদেশের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সহায়তায় আজকের আমাদের সবটুকু সাফল্য।কত টুকু অর্জন করেছি তা পরিমাপ করবেন পাঠকবৃন্দ।

সকল কলা কুশলি জেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি দেশের বাইরের সব দেশের ও বিভিন্ন প্রভিন্সের প্রতিনিধিদের জানাই ২০১৪ এর রক্তিম শুভেচ্ছা।

হতে হবে আরও উদ্যমী আরও আপোষহীন আরও কঠিন স্বচ্ছ।আমরা কার কাছে মাথা নত করিবার নই একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া

ইউরোবিডিনিউজ অনলাইন ডটকম পরিবার

Recommended