Interview of Bangladeshi celebrity singer Noureen with Shaifur Rahman Sagar by eurobdnewsonline.com

  • 10 years ago
Interview of Noureen Shareef Sharlin publicly known as Close-up1 famous singer "Noureen". She had arrive in music industry by talent hunting program "Close-up1" in the year 2005. She wined 1st prize of the competition. She is awarded many times by different cultural organization of Bangladesh. She has disclosed about her previous life story and current life plan in this interview.
নওরিনঃ-
ইউরোবিডিনিউজ অনলাইন ডটকম এর তারকা ভিডিও সাক্ষাৎকারে তার সঙ্গে আলাপচারিতার উল্লেখযোগ্য কিছু অংশ নিম্নে লিখিতভাবে তুলে ধরা হলো:
* আমি অনেক দিন উপাস্থাপনা করেছি। আমি কিন্তু উপাস্থাপনা শিখে আসিনি। আমি জানিনা কেন প্রডিউসার ডিরেক্টর ভাইয়েরা আমাকে ডেকেছে।
* ছোট বেলায় আমার শিল্পী হওয়ার ইচ্ছে ছিলনা। আব্বুর ইচ্ছে ছিল ডাক্তার হব। কিন্তু তা আর হয়ে উঠে নাই কারন আমার ব্যাকগ্রাউন্ড কমার্স। এখন আমি ব্রাক ইউনিভার্সিটিতে এমবিএ পড়ছি।
* আমার জন্ম ঢাকাতে, ছোটবেলা কেটেছে মানে একদম ছোট বেলা কেটেছে নানু বাড়ি মতিঝিলের কলোনিতে। আমার হোম ডিষ্ট্রিক্ট পাবনা। দাদু বাড়ি যাওয়া হত । দাদুবাড়ি নানু বাড়ি নিয়ে কেটে যেত, আর এখন এভাবে কেটে যাচ্ছে।
* আমার জন্ম ১০ ই আগস্ট। আমার রাশি সিংহ, আমি রাশি ফল বিশ্বাস করি। কারন আমার রাশি ফল পত্রিকার সাথে হুবুহু মিলে যায় মিলে যায়।
* আমি ছোট বেলা থেকে স্কুল ও কলেজে পার্টিসিপেট করতাম। আমার বেস্ট ফ্রেইন্ড পুনম আমাকে যে কোন প্রোগ্রামেই বলত তুই পার্টিসিপেট কর।আমি তখন বিবিএ ভর্তি হয়েছি তখন পুনম আর আমি দুজন দুই দিকে আলাদা হয়ে গেছি। ওর হঠাৎ ফোন এলো যে ক্লোজ আপে রেজিঃ কর। আর ওর কারনেই ক্লোজআপে আসা। আমার বাফা থেকে গানের উপড়ে প্রশিক্ষন নেয়া আছে ।
* আমি ক্লোজ আপ থেকে বের হওয়ার পর আমার কাছে প্রচুর অফার এসেছে মিডিয়াতে কাজ করার । কিন্তু আমার এবং আমার পরিবারের এটার প্রতি আগ্রহ ছিলনাআমার গানে আসার ক্ষেত্রে আমার বাবা- মা এর অবদান খুব বেশি।তবে আমার বাবার ইচ্ছেটা অনেক বেশি।
* লাস্টবারে আড়াই মাসের ট্যুরে ইইউতে গিয়েছিলাম তখন আমার সাথে আমার বাবা ছিল এবং সাথে বিউটিও ছিল। সেখানে অনেক ইনজয় করেছি। মনেই হয় নি যে ট্যুরে গিয়েছি।
* ক্লোজ আপে আমাদের সময় ৫৪ হাজার কমপিটেশন ছিল। তখন তো খুব ভয়ে ছিলাম মনে হয় এই বাদ পরলাম।তখন ১৬ জন ছিল সেখান থেকে টপটেন ঘোষনা করা হয়েছে।

Recommended