Parliament: রাজ্যসভায় তোলপাড়, সাসপেন্ড তৃণমূলের ৭-সহ ১৯ জন

  • 2 years ago
এবার তৃণমূল কংগ্রেসের ৭ জন সাংসদকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল। বাদল অধিবেশনে রাজ্যসভায় বিরোধীদের সরকার বিরোধী স্লোগান মাথা চাড়া দিতে শুরু করে। প্রতণ্ড হই, হট্টগোল শুরু হওয়ায় রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয় তৃণমূল কংগ্রেসের ৭ সাংসদ-সহ ১৯ জনকে।

Recommended