Galwan-এ ভারতীয় পতাকা তুলল সেনা, চিন নিয়ে বিতর্কের পর ট্যুইট রিজিজুর

  • 2 years ago
গালওয়ান উপত্যকায় ভারতীয় পতাকা তুলল সেনা বাহিনী। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু ওই ট্যুইট করেন। ভারতীয় সেনার বীর জওয়ানরা বছরের শুরুতে গালওয়ান উপত্যকায় তেরঙ্গা তোলেন বলে ট্যুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী।

Recommended