এনসিসি ১৪ব্যাটেলেনিয়ানের মেয়েদের এভারেস্ট শৃঙ্গ আরোহী বালকার সিং বেথুয়াডহরি কলেজে প্রশিক্ষণ দিলেন ইন্ডিয়ান আর্মি সুবেদার মেজার বাল্কার সিং

  • 6 months ago
এনসিসি ১৪ব্যাটেলেনিয়ানের মেয়েদের এভারেস্ট শৃঙ্গ আরোহী বালকার সিং বেথুয়াডহরি কলেজে প্রশিক্ষণ দিলেন ইন্ডিয়ান আর্মি সুবেদার মেজার বাল্কার সিং ।কাশ্মীরে বালতলার ইন্সপেক্টর এভারেস্ট চরেছেন এনসিসি ক্যাডেট মেয়েদের নিয়ে হিমালয়ের দুর্গম ১৩ টি পিক মেয়েদের নিয়ে তিনি চরেছন। এই বছরের গার্লস ক্যাডেট নাকাশিপাড়ার তানিশা মন্ডল তাকে নিয়ে যাওয়া হয়েছিল মাউন্ট এভারেস্টে। ইন্ডিয়ান আর্মি মেজার সুবেদার বাল্কার সিং ভেতরেই কলেজে তাদেরকে প্রশিক্ষণ দিতে এলেন। তার প্রশিক্ষণে উৎসাহিত বহু নিয়ে তারা এভারেস্টিংয়ে আরোহ এইপ্রশিক্ষণের পর। এই নিয়ে আমাদের ক্যামেরার সামনে তারা কি বললেন শুনে নেব।