Randeep Hooda Wedding: মণিপুরি ঐতিহ্য মেনে ইম্ফলে লিনকে বিয়ে রণদীপের

  • 6 months ago
দীর্ঘদিনের বান্ধবী লিন লাইশরামের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন রণদীপ হুডা। বুধবার বিকেলে মণিপুরের ঐতিহ্যবাদী মেইতেই সম্প্রদায়ের রীতি মেনে সাতপাকে বাঁধা পড়েন রণদীপ। ইম্ফলে বুধবার বসে বলিউড অভিনেতা রণদীপ হুডা এবং তাঁর দীর্ঘদিনের বান্ধবী লিন লাইশরামের বিয়ের আসর।