পঞ্চায়েত ভোটের আগে বঙ্গ সফরে নড্ডা, কৃষ্ণনগরে জনসভা

  • last year
পঞ্চায়েত ভোটের আগে বঙ্গ সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। বুধবার রাতে কলকাতায় আসেন তিনি। রাত্রিবাস করেন নিউটাউনের একটি বিলাসবহুল হোটেলে। বৃহস্পতিবার সেখান থেকেই রওনা দেন কৃষ্ণনগরের উদ্দেশে। সূত্রের খবর, হোটেলে দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এক দিনের বঙ্গ সফরে প্রথমে ইসকন মন্দির পরিদর্শন এবং তারপর নদিয়ার কৃষ্ণনগরে একটি জনসভা করার কথা রয়েছে তাঁর। সভায় সিএএ, এনআরসি-সহ দলীয় কোন্দলের মতো বিষয় নিয়ে বার্তা দিতে পারেন তিনি। সভা শেষেই দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক সেরে দিল্লি ফিরে যাবেন জেপি নড্ডা। কৃষ্ণনগরে জেপি নড্ডার সফরসঙ্গী রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

Recommended