সন্তানের জীবন বাচাতে মায়ের যুদ্ধ। Horror, Thriller Kumari movie explains in bangla.
  • last year
সন্তানের জীবন বাচাতে মায়ের যুদ্ধ। Horror, Thriller Kumari movie explains in bangla.
আদি যুগে একজন দেবীর সাথে মানুষের ভালোবাসার কারনে জন্ম হয় দুই দানবের। বড়ো হতেই তারা একে অপরের সাথে যুদ্ধ করতে থাকে। এতে পৃথিবী ধংস হতে থাকে। দেবী শাস্তি সরুপ দুইজনকে বন্দী করে তার আগের জায়গায় ফিরে যায়। মানুষেরা সেই দানবের পূজা শুরু করে। এক সন্তান চাতানের পূজারীকে স্থানীয় জমিদার হত্যা করে। সেই সন্তানের অভিশাপে গ্রাম অভিশপ্ত হয়। অভিশাপ থেকে মুক্তি পেতে জমিদার বংস কালোযাগু ও অপর সন্তান কারিদেবান এর সাহায্য নেয়। বিনিময়ে হারায় তার এক মাত্র সন্তান। তাই চাতানের প্রতিশোধ নেওয়া হয় না। যুগের পর যুগ সে অপেক্ষা করতে থাকে কুমারী নামে একটি মেয়ের জন্য। অবশেষে কুমারী জমিদার বাড়ির ছোট বোউ হয়ে আসে। জমিদার পরিবারের প্রথা অনুযায়ী প্রজন্মের প্রথম সন্তানের বলি দেয়া হবে কারিদেবান এর জন্য। আর সেই সন্তান হলো কুমারী পেটে। নিজের বাচ্চার জীবন বাচাতে মরিয়া উঠে কুমারী।
বিস্তারিত জানতে ভিডিও movie explain in

bangla শেষ পর্যন্ত দেখুন। এটা একটি Horror, Thriller, malayalam mythological horror ধারার Southindian, Tamil movie. Kumari অন্য ভাষায় হলেও এর সম্পুর্ণ Bangladeshi language এ bangla explained দেখতে পাবেন এই ভিডিও তে।
Recommended