Some general concepts of kata in Shotkan karate.

  • last year
অনেকদিন বাদে আবার ময়দানে নামলাম এবং কাতা সম্পর্কে সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আগেই বলে দিচ্ছি এটা কিন্তু ফাইনাল কাতা নয়। এটা শুধুমাত্র সকলকে একটা ধারণা দিলাম যে, সোতকান ক্যারাটে গ্রুপের কাতা গুলো কীরকম হয়! সকলের সৌজন্য সহযোগিতা ও বুক ভরা ভালবাসা এবং শুভ আশীর্বাদের শুভ কামনায় দীর্ঘদিন পর আমি আজ মাঠে নামতে বাধ্য হলাম। অনেকদিন পর ময়দানে নেমে জানিনা কীরকম হয়েছে? প্রথমেই বলে দিয়েছি আমাদের যেহেতু এটা ক্যারাটে খেলা সম্পর্কিত একটা সামাজিক মাধ্যম এবং চ্যানেল। তাই ক্যারাটে রিলেটিভ যে সমস্ত বিষয় সেগুলো আমাকে আপডেট দিতেই হবে। সেই বিষয়গুলোকে সামনে রেখেই আমি আজকে এই আপডেট আপনাদেরকে দিলাম। সবেমাত্র শুরু আপনাদের সকলের বুক ভরা ভালবাসা এবং সৌজন্য সহযোগিতায় আগামী দিনে আরো ভালো কিছু দিব। আমাদের এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে ফলো করে রাখবেন।


#shotokan #karate #kata #sports #india