বানারীপাড়া উপজেলা যুবলীগ সভাপতি হচ্ছেন কে? Jubo League 50 Years | Awami Jubo League | বরিশাল জেলা
  • last year
বানারীপাড়া উপজেলা যুবলীগ সভাপতি হচ্ছেন কে? Jubo League 50 Years | Awami Jubo League | বরিশাল জেলা

বরিশাল জেলার নদী বিস্তৃত একটি উপজেলার নাম বানারীপাড়া। ১৩৪.৩০বর্গ কিলোমিটারের এ উপজেলায় ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত হয়। শের-ই বাংলা একে ফজলুল হকসহ অসংখ্য গুনিজনের জন্মস্থান এ বানারীপাড়া উপজেলায়। সদর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক লস্কর ও মাসুদা রেজা সেরনিয়াবাদ বিউটির তিন সন্তানের মধ্যে বড় মুনতাকিম লস্কর কায়েস। আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সেরালে সেরনিয়াবাদ পরিবারে নানা বাড়িতে জন্মগ্রহন করলেও ছোট বেলা থেকে বেড়ে ওঠা বানারীপাড়া সদর ইউনিয়নের গাভায়। ছোট বেলা থেকেই পর উপকারী, সদালাপী ও মিষ্টিভাষী এবং অত্যান্ত মিশুক প্রকৃতির লোক কায়েস লস্কর। একসাড়া সঃ প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেনী পাশ করার পর। সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন। ছোট বেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অবিনাশী আদর্শে বিশ্বাসী হয়ে ওঠেন তিনি।

#juboleague #awamileague #26televisión #muktijoddha
Recommended