Sujan Chakraborty:একজন অধ্যাপক কী করে এই কথা বলেন, সৌগতকে তোপ সুজনের । Bangla News

  • 2 years ago
এবার ‘অনুব্রত-বুলি’ সৌগত রায়ের গলায়। কল্যাণ-অসিতের পর বিরোধীদের হুমকি তৃণমূল সাংসদ সৌগত রায়ের। ‘২০২৬ পর্যন্ত আমাদেরই সরকার চলবে। তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে। ওঁরা অনুব্রতকে আঘাত করল। এইসব কায়দা করে নরেন্দ্র মোদি বাঁচতে পারবেন না। স্লোগান উঠছে, নরেন্দ্র মোদির দুই ভাই, ইডি আর সিবিআই’।

Recommended