Hooghly News: ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, বিক্রেতাকে আড়াল করছে তৃণমূল! হুগলির পোলবায় উত্তেজনা, বাড়ি ভাঙচুর

  • 2 years ago
যাঁর ফুচকা খেয়ে অসুস্থ দেড় শতাধিক মানুষ, সেই ফুচকা বিক্রেতাকে আড়াল করার চেষ্টা করছে তৃণমূল। অভিযোগে সরব বাসিন্দারা। হুগলির পোলবায় ফুচকাওয়ালার বাড়ি ভাঙচুর ক্ষিপ্ত জনতার। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ফুচকায় বিষক্রিয়া বলে অনুমান চিকিত্সকদের। সন্ধ্যায় গ্রেফতার করা হয় ফুচকাওয়ালাকে।

Recommended