Birbhum : ‘পঞ্চায়েত ভোটের পর ওদের গালে পড়বে জুতো’, হুমকি আরও এক তৃণমূল নেতার

  • 2 years ago
গ্রেফতার অনুব্রত, অব্যাহত অনুগামীদের হুমকি। এবার বিরোধীদের জুতো মারার হুমকি মুরারইয়ের তৃণমূল নেতার। ‘আমাদের জেলা সভাপতিকে চোর বলে জুতো দেখিয়েছিল বিরোধীরা’। ‘পঞ্চায়েত ভোটের পর সেই জুতো ওদের গালে পড়বে’।হুঁশিয়ারি তৃণমূলের মুরারই ১ নম্বর ব্লকের সাধারণ সম্পাদক সুজয় দাসের।

Recommended