Sougata Roy :'হাইকোর্টের তো টাকা জোগাড়ের দায় নেই, তারা রায় দিয়েই খালাস', ডিএ ইস্যুতে মন্তব্য সৌগতের

  • 2 years ago
'সরকারি কর্মচারীদের প্রতি রাজ্য সরকার সহানুভূতিশীল, কিন্তু রাজ্য সরকারের আর্থিক অবস্থাও বিবেচনা করে দেখতে হবে। হাইকোর্টের তো টাকা জোগাড় করার দায় নেই, তারা রায় দিয়েই খালাস। রাজ্য সরকারকে তো তহবিলের দিকটা দেখতে হবে। ডিএ বাকি রয়েছে, কর্মীদের দাবিও সরকার বোঝে, কিন্তু বিষয়টা আর একটু খতিয়ে দেখা দরকার বলেই পিটিশন দাখিল করা হয়েছে।' ডিএ মামলায় রাজ্য সরকারে পদক্ষেপ নিয়ে মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের।