Anubrata Mandal : CBI হাজিরায় 'যাচ্ছেন না' অনুব্রত মণ্ডল, চিকিৎসার জন্য যাচ্ছেন এসএসকেএম হাসপাতালে

  • 2 years ago
গরুপাচার মামলায় আজ CBI-এর কাছে হাজিরা দিচ্ছেন না অনুব্রত মণ্ডল। চিকিৎসার জন্য যাচ্ছেন এসএসকেএম হাসপাতালে। সকাল সাড়ে ১১টার পর চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়েছেন অনুব্রত। সূত্রের খবর, কাশির সমস্যার পাশাপাশি, মাথা ও ঘাড়ে যন্ত্রণা হচ্ছে অনুব্রতর। ফিসচুলার পুরনো সমস্যা ফের মাথাচাড়া দিয়েছে। তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিত্সকরা। সিবিআই সূত্রে খবর, গরুপাচার মামলায় এনামুল হককে গ্রেফতারের পর জেরায় উঠে আসে অনুব্রত মণ্ডলের নাম। ইতিমধ্যেই অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে সিবিআই।

Recommended