Malda : মালদা মেডিক্যালের ৬ তলা থেকে পড়ে মৃত্যু আউটডোরে দেখাতে আসা রোগীর

  • 2 years ago
মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৬ তলা থেকে পড়ে মৃত্যু হল আউটডোরে দেখাতে আসা এক রোগীর। মৃতের দাদার দাবি, সিঁড়ির পাশে একটি গেট খোলা ছিল, অসর্তকায় পড়ে গিয়ে মৃত্যু। কর্তৃপক্ষের গাফিলতি ছিল কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

Recommended