Arpita Mukherjee: অর্পিতার বাংলো থেকে জমির দলিল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ I Bangla News

  • 2 years ago
সিআরপিএফ জওয়ান পরিবেষ্টিত হয়ে লক-আপ থেকে বের করা হয় অর্পিতা মুখোপাধ্যায়কে। গাড়িতে ওঠার সময়ে সাংবাদিকরা একাধিকবার তাঁকে প্রশ্ন করলেও তিনি নিরুত্তর থেকেছেন। অন্যদিকে শান্তিনিকেতনে অর্পিতার আরও সম্পত্তির খোঁজে ইডি। 'অপা’র পরে লাবণ্য-তিতলি নামে আরও ২টি বাংলোয় ইডি। অর্পিতার বাংলো থেকে জমির দলিল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ। 

Recommended