Murshidabad : ক্ষেত মজুর ও দিন মজুরদের বিভিন্ন দাবি নিয়ে ডিএম অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার।Bangla News

  • 2 years ago
ক্ষেত মজুর ও দিন মজুরদের বিভিন্ন দাবি নিয়ে সারা ভারত খেতমজুর ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা কমিটির ডিএম অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার। বহরমপুরে সংগঠনের জেলা কার্যালয় থেকে মিছিল করে স্মারকলিপি প্রদান করতে যান ক্ষেত মজুর ও দিন মজুরেরা। জেলা শাসকের কার্যালয়ে যাওয়ার আগেই টেক্সটাইল মোড়ের আগে মিছিল ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ। পুলিশের সাথে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের।

Recommended