7tay bangla: অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টি, ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা

  • 2 years ago
অমরনাথ (Amarnath) গুহার কাছে মেঘভাঙা বৃষ্টি, ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা। অমরনাথে (Amarnath) মেঘভাঙা বৃষ্টি বিপর্যয়ে (Could Burst Rain) মৃত বেড়ে ১৫। অমরনাথ গুহার কাছে দাঁড়িয়েছিলেন ১০-১২ হাজার পুণ্যার্থী। বিকেল ৫.৩০: কালীমাতা ও অমরনাথ গুহার মাঝে মেঘভাঙা বৃষ্টি। ভেসে গেল পুণ্যার্থীদের ২৫টি ক্যাম্প, ক্ষতিগ্রস্ত ৩টি লঙ্গর। উদ্ধারকাজে আইটিবিপি, সেনা, এনডিআরএফ, এসডিআরএফ। আহতদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। আপাতত স্থগিত অমরনাথ যাত্রা। 

Recommended