Radisson Blu Hotel: কেন গুয়াহাটির র‍্যাডিসন ব্লু হোটেলকেই বেছে নিয়েছিলেন একনাথ শিণ্ডেরা? সেখানে থাকার বিপুল খরচ জোগাল কে?Bangla News

  • 2 years ago
গত ৮ দিন ধরে অসমের গুয়াহাটির পাঁচতারা হোটেলে ঘাঁটি গেড়েছিলেন মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়করা। কেন গুয়াহাটির র‍্যাডিসন ব্লু হোটেলকেই বেছে নিয়েছিলেন একনাথ শিণ্ডেরা? সেখানে থাকার বিপুল খরচ জোগাল কে? এই সব নিয়ে বিতর্কের আবহেই আমরা পৌঁছেছিলাম বিদ্রোহী বিধায়কদের পাঁচতারা ডেরায়।

Recommended