Maharashtra : মহারাষ্ট্রে উদ্ধব সরকারের সঙ্কট এবার সুপ্রিম কোর্টে
  • 2 years ago
মহারাষ্ট্রে উদ্ধব সরকারের সঙ্কট এবার সুপ্রিম কোর্টে। বিধায়ক পদ খারিজের নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ শিণ্ডে শিবির। মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার পুর ও নগরোন্নয়নমন্ত্রী একনাথ শিণ্ডে-সহ ১৬ জন বিদ্রোহীকে তাঁদের বিধায়ক পদ খারিজের নোটিস পাঠিয়েছেন। আজকের মধ্যে তাঁদের উত্তর দিতে বলা হয়েছে। এই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে গিয়েছে শিণ্ডে শিবির। আজই শুনানির সম্ভাবনা। পাশাপাশি, উদ্ধব ঠাকরের শিবিরের তরফে বিধায়ক অজয় চৌধুরীকে পরিষদীয় দলনেতা ঘোষণা করার সিদ্ধান্তকেও সর্বোচ্চ আদালতে চ্যালেঞ্জ জানিয়েছেন বিদ্রোহীরা।বিদ্রোহীদের হয়ে সওয়াল করবেন আইনজীবী মহেশ জেঠমালানি ও হরিশ সালভে। অন্যদিকে, উদ্ধব শিবিরের হয়ে সুপ্রিম কোর্টে লড়বেন কপিল সিব্বল ও অভিষেক মনু সিঙ্ঘভি।
Recommended