PM Modi : "আগে বলা হত কোনও কাজ হলে হবে, আজ সেই মানসিকতা বদলেছে", মন্তব্য প্রধানমন্ত্রীর

  • 2 years ago
"আগে বলা হত, কোনও কাজ হলে হবে। আজ সেই মানসিকতা বদলেছে। আজ ভারত বলে, সময়ের মধ্যে কাজ করতেই হবে।" মিউনিখে মন্তব্য প্রধানমন্ত্রীর। জি-৭ বৈঠকে যোগ দিতে জার্মানির মিউনিখে গেছেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি আরও বলেন, "ভারতে সবথেকে সস্তায় ইন্টারনেট ডেটা পরিষেবা। ডিজিটাল টেকনোলজিতে ক্রমশ এগিয়ে চলেছে ভারত। প্রতিদিন ১০-১৫ লক্ষ ট্রেনের টিকিট অনলাইনে কাটা হয়। ড্রোনের সাহায্যে জমির ম্যাপিং হচ্ছে।"

Recommended