7tay Bangla : বেথুয়াডহরিতে ট্রেনে ভাঙচুর, প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল রানাঘাট-লালগোলার ডাউন লাইন

  • 2 years ago
পয়গম্বর মন্তব্য বিতর্কের রেশ এবার ছড়াল নদিয়ায়। বেথুয়াডহরি স্টেশনে রানাঘাট-লালগোলা ট্রেনে ভাঙচুর বিক্ষোভকারীদের। মিছিলের পর ভাঙচুরের অভিযোগ। ৬টা বেজে ৫ মিনিটে ট্রেনে ভাঙচুর। প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল রানাঘাট-লালগোলার ডাউন লাইন। আপ লাইনে এখনও বন্ধ ট্রেন চলাচল। কলকাতার পথে আটকে থাকা ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস।

Recommended