Mamata Banerjee হাসিমারায় ধামসা-মাদলের তালে নাচলেন, দেখুন

  • 2 years ago
আলিপুরদুয়ারে গিয়ে আদিবাসীদের সঙ্গে ধামসা-মাদলের তালে পা মেলালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । হাসিমারায় এক গণবিবাহের অনুষ্ঠানে নাচতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। গত বছরও তিনি আলিপুরদুয়ারে আদিবাসীদের তালে তালে নেচেছিলেন।

Recommended