শেষ মুহূর্তে অ্যাডমিট কার্ড পেল পরীক্ষার্থী

  • 2 years ago
শেষ মুহূর্তে অ্যাডমিট কার্ড পেল বনগাঁর পরীক্ষার্থী। শারীরিক অসুস্থতার কারণে ফর্ম ফিলাপ করতে পারেনি বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী স্নেহা গোলদার। ফর্ম ফিলাপ না করার দরুন অ্যাডমিট হাতে পায়নি সে। বনগাঁ শিমুলতলার বাসিন্দা ছাত্রীর পরিবার বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক গোপাল শেঠের দ্বারস্থ হয়। গোপালবাবু পুরো বিষয়টি শিক্ষা দফতরে জানায় এবং ছাত্রীটি যাতে অ্যাডমিট পায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদব জানান। অবশেষে সোমবার অ্যাডমিড হাতে পান ওই ছাত্রী।

Recommended