কাঁচা মাটির দেওয়ালে জ্বলজ্বল করছে আদিবাসী সংস্কৃতি

  • 2 years ago
পুরভোটকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জায়গায় নির্বাচনের পারদ চড়ছে। ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে পুরসভা নির্বাচন । আর তাকে ঘিরেই রাজনৈতিক দলগুলি কোমড় বেঁধে নেমে পড়েছে প্রচার কর্মসূচিতে। আগামী ২৭ ফেব্রুয়ারি বোলপুরে পুরসভা নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে বোলপুর শহর জুড়ে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লিখন কর্মসূচি। কিন্তু একমাত্র ব্যতিক্রম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাধের পীঠস্থান শান্তিনিকেতন। শান্তিনিকেতনের খোয়াই জঙ্গলের পাশে বনেরপুকুরডাঙা গ্রাম । সেই গ্রামে ঢুকলেই চোখে পড়বে এলাকাবাসীর লাগানো পোস্টার । সেখানে যে কোন রাজনৈতিক দলের দেওয়াল লিখনের উদ্দেস্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । দীর্ঘ ৫ থেকে ৬ বছর ধরে জারি রয়েছে এই নিধান। ভোটের উত্তাপ হয়েত আছে কিন্তু নেই রঙের আঁচর। গ্রাম জুড়ে রয়েছে মাটির দেওয়াল আর ঘর। তাতে আদিবাসী সংস্কৃতির নানা আঁকিবুঁকি কাটা রয়েছে। মুলত আদিবাসী সংস্কৃতিকে বাঁচাতেই উদ্যোগী হয়েছেন আদিবাসী গ্রামের বাসিন্দারা।

Recommended