\'Hijab বিতর্ক ছড়াবেন না বড় আকারে\', জরুরি শুনানিতে \'না\' সুপ্রিম কোর্টের

  • 2 years ago
হিজাব নিয়ে কর্ণাটক হাইকোর্টের অন্তর্বতী নির্দেশের পর হিজাব মামলার শুনানি বাতিল করে সুপ্রিম কোর্ট। কর্ণাটক হাইকোর্ট যখন আগামী সোমবার ফের এই মামলার শুনানির নির্দেশ দেয়, সেই সময় সুপ্রিম কোর্টের তরফে জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি বাতিল করে দেওয়া হয়। গোটা দেশে হিজাব বিতর্ক ছড়িয়ে দেওয়া যাবে না। হিজাব মামলার শুনানি বাতিল করে এমনই জানানো হয় দেশের শীর্ষ আদালতের তরফে।

Recommended