Sandhya Mukhopadhyay অসুস্থ, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে \'গীতশ্রী\'

  • 2 years ago
মঙ্গলবার সন্ধ্যায় পদ্মশ্রী প্রত্যাখ্যান করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রজাতন্ত্র দিবসের আগে মোদী সরকারের পদ্মশ্রী প্রত্যাখ্যান করেন নবতীপর শিল্পী। এই বয়সে এসে পদ্ম সম্মানের তাঁর আর কোনও প্রয়োজন নেই। শ্রোতারাই তাঁর কাছে সব বলে নিজের বিবৃতিতে জানান সন্ধ্য়া মুখোপাধ্যায়।

Recommended