Narayan Debnath:কার্টুন- কমিকসের প্রাণপুরুষের মৃত্যু, চলে গেলেন হাঁদা ভোঁদা-র স্রষ্টা

  • 2 years ago
গত কয়েক দিন জীবন-মৃত্যুর সঙ্গে কঠিন  লড়াই চলছিল নারায়ণ দেবনাথের। বেশ কয়েকদিনের লড়াইয়ের পর মঙ্গলবার দক্ষিণ কলকাতার এক নার্সিংহোমে প্রয়াত হন বাঙালির কার্টুন, কমিকসের প্রাণপুরুষ।  সকাল ১০টা ১৫ নাগাদ প্রয়াত হন নারায়ণ দেবনাথ।

Recommended