Ekbar Birajo Go Maa: Bengali Devotional Song: Sung by Swami Kripakarananda

  • 3 years ago
This is a Bengali devotional song dedicated to Goddess Durga, composed by Swami Krishnanda Ji, sung by Swami Kripakarananda Ji.
The song is sung in Belur Math after the Visarjan (immersion) of Devi Durga Pratima. This was one of the favourite songs of Thakur Sri Sri Ramakrishna Paramhansa.
______________________________________________________

Bengali Lyrics:

( কীর্তন-একতাল )

একবার বিরাজ গাে মা হৃদি কমলাসনে।
তােমার ভুবন-ভরা রূপটি একবার দেখে লই মা নয়নে।।

তুমি অন্নপূর্ণা মা শ্মশানে শ্যামা,
কৈলাসেতে উমা, তুমি বৈকুণ্ঠে রমা,
ধর বিরিঞ্চি-শিব-বিষ্ণুরূপ সৃজন-লয়-পালনে॥

তুমি পুরুষ কি নারী, বুঝিতে নারি!
স্বয়ং না বুঝালে তা কি বুঝিতে পারি।
তুমি আধা-রাধা আধা-কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে॥

তুমি জগতের মাতা, যােগিজনানুগতা
অনুগতজনে কৃপাকল্পলতা
তােমায় মা বলে ডাকিলে নাকি কোলে নাও ভকতজনে॥

দুঃখ-দৈন্যহারিণী, চৈতন্যকারিণী,
অন্য কিছুই চাই না বিনা চরণ দুখানি,
আমি প্রেম-সরােজে সাজাব পদ বাসনা মনে মনে॥

পরিব্রাজক ভিখারী সাধ মনেতে ভারী,
মধুর হাসিমাখা মায়ের মুখখানি হেরি,
বসে মায়ের কোলে মা মা বলে মাতিব যােগ ধ্যানে॥

-স্বামী কৃষ্ণানন্দ

______________________________________________________


★Don't forget to like and share.


Acknowledgments:

* The pictures have been collected from the official website of Belur Math:
https://www.belurmath.org


* The song has been collected from the CD, 'Ekbar Birajo Go Maa' published by Ramakrishna Mission Saradapitha.

Recommended