অদক্ষ ভিসির কারণে বুয়েটকে নষ্ট হতে দেব না : শিক্ষক সমিতি | Jagonews24.com

  • 3 years ago
শিক্ষকদের ৮ দফা দাবিঃ

১. দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে আবরার ফাহাদ হত্যার বিচার নিশ্চিত করতে হবে।

২. হত্যাকারীদের বুয়েট থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে।

৩. ৭২ ঘণ্টার মধ্যে এ শাস্তির ব্যবস্থা করতে হবে।

৪. বুয়েটের সকল আবাসিক হল থেকে বহিরাগতদের সরিয়ে হলের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

৫. বুয়েটের শিক্ষক–শিক্ষার্থীদের পরোক্ষ রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

৬. র‌্যাগিং ও নির্যাতন বন্ধে আগের সকল র‌্যাগিং ও নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও শাস্তির ব্যবস্থা করতে হবে।

৭. বুয়েটের ওয়েব সাইটে শিক্ষার্থীদের অভিযোগ কারার ব্যবস্থা থাকতে হবে এবং

৮. ভিসির অদক্ষতা ও নির্লিপ্ততায় আমরা ক্ষুব্ধ। তিনি প্রশসানিক কাজে পূর্ণ সহায়তা দেননি বলেই এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আবরার হত্যার দায় তার। এ দায় নিয়ে বুয়েট থেকে তাকে পদত্যাগ করতে হবে। স্বেচ্ছায় তিনি পদত্যাগ না করেলে অপসারণের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।


নিউজটি পড়তে ক্লিক করুন-https://www.jagonews24.com/campus/news/531901

Recommended