মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের একটি দিন | jagonews24.com

  • 3 years ago
পবিত্র আশুরা মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের একটি দিন । কারবালায় হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর দিনটি ১০ মহররম বিশ্বব্যাপী মুসলমানরা পালন করেন।

বিশ্বের অন্যান্য মুসলিম দেশের পাশাপাশি বাংলাদেশেও আগামী মঙ্গলবার আশুরা পালিত হবে। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর
হোসেনি দালান ইমাম বাড়ি থেকে প্রতিবছরই বের হয় তাজিয়া মিছিল।

যে মিছিলে শোকের স্মৃতির স্মরণে অংশ নেয় হাজার হাজার মানুষ।

আশুরা পালনের উদ্দেশ্যে মিছিলের জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

হোসেনি দালান ছাড়াও রাজধানীর পুরান ঢাকার ফরাশগঞ্জের বিবিকারওজা পুরানা পল্টন, মগবাজার, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ও মিরপুর ১১ নম্বরে বিহারি ক্যাম্পগুলোয় নানা আয়োজনের মধ্য দিয়ে আশুরা পালিত হয় ।

এ মিছিলে পুরো কারবালার শোকের আবহ তুলে ধরা হয়।

Recommended