মন্ত্রীকে পেয়ে শ্লোগান, নারী ওয়ার্ডে পুরুষদের হইহুল্লোড় | jagonews24.com

  • 3 years ago
দুপুর পৌনে ১ টা। স্যার সলিমুল্ল্যাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালের বিল্ডিং-২ এর নিচতলার ডেঙ্গু হেল্পডেস্কের আশপাশে অসংখ্য রোগী ও তাদের স্বজন। কেউ ঘুমন্ত শিশুকে কোলে নিয়ে আছে, কেউ হেল্প ডেস্কের পাশের চেয়ারে শুয়ে আছে। সবার অপেক্ষা ডেঙ্গু হেল্প ডেস্কের চিকিৎসকের জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য দুপুর ১ টা পর্যন্ত হেল্পডেস্কে কোন চিকিৎসক ও নার্সকে দেখা যায়নি।

সোমবার ডেঙ্গু রোগীদের ওয়ান স্টপ সার্ভিস দেয়ার জন্য খোলা হয়েছিল ডেস্কটি। হাসপাতাল সুত্র জানিয়েছে, এটার দায়িত্বে থাকার কথা ছিল মেডিসিন বিভাগের একজন চিকিৎসক ও নার্সের। ডেঙ্গু জ্বর সন্দেহে কেউ যদি এই হাসপাতালে আসে তাহলে তাদের এই ডেস্কে এসেই সব চিকিৎসা নেয়ার কথা। এখান থেকেই রোগীদের প্রাথমিক নির্দেশনা, টেস্টের নাম দেয়ার কথা।

Recommended