এবার কুড়িগ্রামের বানভাসিদের পাশে জাগো নিউজ ও প্রাণ আরএফএল গ্রুপ || jagonews24.com

  • 3 years ago
উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলা শহর থেকে বেশ দূরে উলিপুর উপজেলাধীন হাতিয়া ইউনিয়ন। ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের মাঠে সকাল থেকেই পানিবন্দি মানুষের উপস্থিতি।

বন্যাকবলিত এলাকা হওয়ায় এতদিন তারা অনেকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছিলেন উঁচু স্থানে কিংবা খোলা আকাশের নিচে। ছিল খাদ্য, বিশুদ্ধ পানির অপ্রতুলতা সেই সঙ্গে বন্যার পানি কিছুটা কমতে শুরু করায় এসব মানুষের মধ্যে দেখা দিয়েছে নানা ধরনের রোগব্যাধি। পাশাপাশি এসব এলাকায় প্রয়োজনীয় ওষুধের সংকট সৃষ্টি হয়েছে।

অসহায়ত্বতা নিয়ে জীবন পার করা এসব বানভাসি মানুষ হাতিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অপেক্ষায় ছিলেন ত্রাণের জন্য। অসহায় এ মানুষের মাঝে ত্রাণ নিয়ে শনিবার সকালে হাজির হয় দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল জাগো নিউজ২৪.কম। এ উদ্যোগে সার্বিক সহযোগিতা করছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ....

Recommended