প্রতি ১৪ মিনিটে একজন ভর্তি, কাতরাচ্ছেন সব বয়সীরা | jagonews24.com

  • 3 years ago
মোস্তফা লাবু। পেশায় প্রাইভেটকার চালক। রাজধানীর নিকুঞ্জ এলাকার এক ব্যবসায়ীর গাড়ি চালান। গত সাতদিন ধরে শরীরে জ্বর অনুভব করছিলেন। তিন বেলা তিনটা নাপা এক্সট্রা খেয়ে জ্বর নিবারণের চেষ্টা করেন তিনি।

দুদিন আগে দুই হাতে রেশ, বমি-বমিভাব আর চোখে অসহনীয় ব্যথা অনুভব করায় উদ্বিগ্ন হয়ে আসেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। চিকিৎসক দেখে সঙ্গে সঙ্গে তাকে ভর্তির পরামর্শ দেন। টেস্টে ধরা পড়ে, তিনি ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বরে আক্রান্ত।

বিস্তাতির পড়তে - https://www.jagonews24.com/national/news/515702

Recommended