একটা চাকরির জন্য আর কত লড়বে মেয়েটা | jagonews24.com

  • 3 years ago
এ কেমন জীবন?
শিক্ষিত হয়েও চাকরি নেই,
মানুষ হয়েও স্বপ্ন দেখার অধিকার নেই,
জীবনে কারো ভালোবাসা নেই,
বেঁচে থাকার কোন নিশ্চয়তা নেই,
থাকার জন্য কোন আশ্রয় নেই,
অসুখ হলে ডাক্তার দেখানোর টাকা নেই,
খিদে পেলে খাবার নেই,
দায়িত্ব নেওয়ার মানুষ নেই,
কাঁদলে চোখ মোছার কেউ নেই,
আর মরে গেলে মনে রাখার কেউ নেই।
কিন্তু আমি বাঁচতে চাই, বেঁচে থাকার সুযোগ চাই।
আত্মনির্ভরশীল জীবন চাই, সেই জীবনে মানুষের ভালোবাসা চাই।

নিজের লেখা এমন কবিতা পাশে ঝুলিয়ে রেখে দুদিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে চাকরির আশায় অনশন করছেন ঢাকা ইডেন কলেজ থেকে প্রথম শ্রেণিতে মাস্টার্স পাস করা প্রতিবন্ধী চাঁদের কণা।

Recommended