লেস্টারে পুরোদমে শুরু টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি | Bangladesh Team | jagonews24.com

  • 3 years ago
আয়ারল্যান্ডে সফল ত্রিদেশীয় সিরিজ শেষ করে শনিবার দিবাগত রাতে লেস্টারে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট। তবে ‘ফ্যামিলি ব্রেক’ নিয়ে ছুটি কাটাতে দেশে ফিরেছেন অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। তামিম ইকবাল পরিবারের সঙ্গে সময় কাটাতে চলে গেছেন দুবাইয়ে। তারা দুজনই ২৩ মে দলের সঙ্গে যোগ দেবেন।

স্কোয়াডের বাকি ১৩ জনের জন্য ছুটি ছিল রোববারের সারাদিন। তবে সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম ঠিকই লেস্টারের মাঠে সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেছেন সেদিন। লেস্টারের একাডেমির জুনিয়র বোলারদের মোকাবেলা করেন তারা। চোট কাটিয়ে সাকিবের অনুশীলনে ফেরা স্বস্তি দিয়েছিল টাইগার ভক্ত-সমর্থকদের মনে।

https://www.jagonews24.com/sports/cricket/501466

Recommended