সুসজ্জিত যে ওভারব্রিজে পা পড়ে না পথচারীর || jagonews24.com

  • 3 years ago
রাজধানীর গুলশান-বাড্ডা লিংকরোড সংলগ্ন গুদারাঘাটে রয়েছে পরিচ্ছন্ন ও সুসজ্জিত একটি ফুটওভার ব্রিজ। ব্রিজের ওপরে বড় বড় প্লাস্টিকের টবে লাগানো আছে বাহারি ফুলগাছ। যদিও সঠিক পরিচর্যার অভাবে বেশিরভাগ গাছ মরে শুকিয়ে গেছে। ফুটওভার ব্রিজের ওপর স্থাপন করা আছে বাতি। সন্ধ্যার পর পুরো এলাকা যেন আলোয় ঝলমল হয়ে ওঠে।

এত সব ব্যবস্থা থাকার পরও পথচারীর পা পড়ে না এ ওভারব্রিজে। গতকাল রোববার বিকেলে প্রায় দুই ঘণ্টা ফুটওভার ব্রিজটির সামনে অবস্থান করে কাউকে এটি ব্যবহার করতে দেখা যায়নি।

Recommended