দশক পূর্তিতে ঢাবি ডিআইবি শিক্ষার্থীরা নাচেগানে মাতোয়ারা - Jagonews24.com

  • 3 years ago
সোমবার, বিকেল ৩টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে অসংখ্য নারী ও পুরুষ গোল করে জটলা করে দাঁড়িয়ে আছেন। ভাস্কর্যের নিচে রাখা সাউন্ডবক্স থেকে হাই-ভলিউমে ভেসে আসছে গান। জটলা করে দাঁড়িয়ে থাকা মানুষের সামনে বেগুনি রঙের টি-শার্ট পরিহিত একদল ছেলে-মেয়ে গানের সুরে সুরে নেচে চলেছে। তাদের নাচ দেখে বিমোহিত দর্শকরা ঘনঘন তালি বাজাচ্ছে।

Recommended