মে'রাজ- এক বিস্ময়কর যাত্রা - পর্ব ২

  • 3 years ago
মে'রাজ: এক বিস্ময়কর যাত্রা - পর্ব ২
জীবনের সবচেয়ে কষ্টের সময়টি পার করার পর রাসুল (সঃ) এর জন্য অপেক্ষা করছিল এক অদ্ভুত, অবিস্মরণীয় অভিজ্ঞতা। একটি রাতে রাসুল (সঃ) ভ্রমণ করেছিলেন মক্কা থেকে জেরুসালেম, এবং সাত আসমান পাড়ি দিয়ে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার সাথে কথা বলেছিলেন। বিস্ময়কর এই যাত্রার ১ম পর্ব শেয়ার করা হলো।