BJP Workers Protest | Candidates Nomination: প্রার্থী নিয়ে মতবিরোধ, বিক্ষোভ-গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি

  • 3 years ago
তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতাকর্মীরাই স্থান পেয়েছেন বিজেপির প্রার্থী তালিকায়। বিজেপির তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থীতালিকা প্রকাশের পর এমনটাই স্পষ্ট। প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে দলের অন্দরেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল। হেস্টিংসে বিজেপির পার্টি অফিসের বাইরে বিজেপি নেতা শিবপ্রকাশ, মুকুল রায়, অর্জুন সিং পড়েন বিক্ষোভের মুখে। কুলতলি, জয়নগর ও রায়দিঘিতে প্রার্থী বাতিলের দাবিতে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের। প্রার্থী অপছন্দের জের, অন্য রাজ্য থেকে বিজেপির এক মন্ত্রীকে পার্টি অফিসের ভিতরে তালাবন্দি করে রাখা হয়। রাস্তায় দফায় দফায় মিছিল করে বিক্ষোভ প্রদর্শন আবার কোথাও টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল বিজেপি কর্মীরা। বিজেপি সূত্রে খবর, বিক্ষোভকারীরা পাঁচলা, উদয়নারায়ণপুর ও রায়দিঘি বিধানসভার কর্মীরা। ক্ষুব্ধ কর্মীদের শান্ত করতে আশ্বস্তের বার্তা দিলেও লাভ হয়নি বিশেষ. বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করেছেন বিজেপির প্রার্থী, এখানে রাজ্যের নেতাদের কোনও মত থাকে না বলে স্পষ্ট করলেও ক্ষোভের আগুন প্রশমন হয়নি।

Recommended