3 years ago

India\'s Most Livable Cities According To Govt\'s Ease Of Living: পুনেকে হারিয়ে দেশের সেরা শহর বেঙ্গালুরু

LatestLY Bangla
LatestLY Bangla
বেঙ্গালুরু। জীবনযাপন অর্থাৎ বসবাসের জন্য এখন দেশের সেরা ঠিকানা এই শহর। এক মিলিয়নের বেশি লোকসংখ্যার এমন ৪৯ টি শহরের মধ্যে গত বছরের সেরা শহর পুণেকে টপকে এবছর তালিকায় সেরা বেঙ্গালুরু । গত বছর শীর্ষস্থানে থাকা পুনে শহর এই তালিকায় আপাতত দ্বিতীয় স্থানে। কমবেশি ৬২ শহরের লোকসংখ্যা ১ কোটির থেকেও কম। সবচেয়ে ছোট শহর হিসেবে বসবাসের যোগ্যের নিরিখে শীর্ষে রয়েছে সিমলা, আর তারপরের স্থানেই রয়েছে ভূবনেশ্বর। মার্কারস কোয়ালিটি অফ লিভিং-এর সাম্প্রতিকতম সমীক্ষা অনুযায়ী, ১১১টি শহরের উপর এই সমীক্ষার আওতায় আনা হয়েছে। আর ১১১টি শহরকে দু\'টি ভাগে ভাগ করা হয়েছে। এরমধ্যে মিলিয়নের নীচে এবং মিলিয়নের উপরে জনসংখ্যার ভিত্তিতে ৩ ভাগে ভাগ করা যাবে।

Browse more videos

Browse more videos