West Bengal To Cut Taxes On Petrol, Diesel: পেট্রল ও ডিজেলের ওপর থেকে এক টাকা কর কমাল রাজ্য সরকার

  • 3 years ago
দেশজুড়ে পেট্রল, ডিজেলের (Petrol, Diesel) ছ্যাঁকায় নাজেহাল সাধারণ মানুষ। কেন্দ্রীয় সরকারকে চাপে রেখে পেট্রল ও ডিজেলের ওপর থেকে রাজ্যের প্রাপ্য কর থেকে এক টাকা কমিয়ে দেওয়ার কথা জানিয়ে দিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)। রবিবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। অমিত মিত্র জানান, \'\'কেন্দ্রীয় সরকারের কোনও সিদ্ধান্তের সঙ্গে মানবিকতার কোনও যোগাযোগ নেই। কিন্তু আমাদের হাতে সে ভাবে টাকা নেই, তা সত্ত্বেও আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে পেট্রল ও ডিজেলের প্রতি লিটারে এক টাকা করে কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন।\' বর্তমানের পেট্রোপণ্যের মূল্য অনুযায়ী, কেন্দ্র প্রতি লিটার পেট্রলে ৩২.৯০ টাকা ও ডিজেল পিছু ৩১.৮০ টাকা কর এবং সেস নিচ্ছে। কিন্তু রাজ্য সরকার প্রতি লিটার পেট্রলে ১৮.৪৬ টাকা ও ডিজেলে লিটার পিছু ১২.৫৭ টাকা কর বাবদ পাচ্ছে। ২২ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে রাজ্যে এই নতুন দাম কার্যকর হবে বলে জানান। তিনি আরও বলেন, \'\'আমরা জানি এক টাকা খুবই কম। কিন্তু তাও আমরা সাধারণ মানুষকে সুরাহা দিতে চাই। কৃষকরা চাষের জন্য ডিজেল ব্যবহার করেন। এই এক টাকা কমানোর ফলে চাষের ক্ষেত্রে যদি একটু লাভ হয় তাহলেই আমরা খুশি।\'\'

Recommended