Dilip Ghosh Donates For Ram Temple: রামমন্দির নির্মাণে ৫১ হাজার টাকা অনুদান দিলীপ ঘোষের

  • 3 years ago
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) অযোধ্যায় তৈরি হচ্ছে রামমন্দির (Ram Mandir), গোটা দেশ থেকে আসছে অনুদান। ইতিমধ্যেই বাংলা থেকে অনুদান পাঠিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। জগদীপ ধনখড় এবং তাঁর স্ত্রী সুদেশ ধনখড় মোট ৫ লাখ ১ টাকার অনুদান দিয়েছেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ড্রাফ্টে করে এই অনুদান রাজভবনে বিশ্ব হিন্দু পরিষদ ও শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। এবার রামমন্দির নির্মাণে নিজের সামর্থমত ৫১ হাজার টাকা অনুদান দিলেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির কথায়, \"৪৫০ বছর ধরে টানাপোড়েনের পর আজ মন্দির নির্মাণ শুরু হয়েছে। এটা আমাদের আজ আনন্দের জায়গা। আমি আমার সামর্থমত ৫১ হাজার টাকা তুলে দিয়েছি রামমন্দিরের ট্রাস্টের হাতে।\"

Recommended