নদী পাড় ভাঙন, দুই জেলার রাস্তা বিচ্ছিন্ন করে অবরোধ

  • 4 years ago
নদীর পাড় ভাঙন-এর প্রতিবাদে সকাল থেকেই ঝাড়গ্রাম, মেদিনীপুরের রাস্তা অবরোধ করেছেন গ্রামবাসীরা। বৈতায় এই অবরোধ করা হয়েছে।
সকাল আটটা থেকে শুরু হওয়া অবরোধ চলছে এখনো। গ্রামবাসীদের দাবি যতক্ষণ না পর্যন্ত জেলা প্রশাসন ঘটনাস্থলে আসছে ততক্ষণ চলবে অবরোধ। ঘটনাস্থলে লালগড় থানার ওসি সহ পুলিশ কর্মীরা থাকলেও তাদের কথা শুনতে নারাজ গ্রামবাসীরা। প্রত্যেক বছর বর্ষার সময় কংসাবতীর জল বাড়তে থাকে। শুরু হয় পাড় ভাঙ্গা। প্রতিবছরই ডেপুটেশন দেন গ্রামবাসীরা। অথচ কাজের কাজ কিছুই হয় না। জীবনের ঝুঁকি নিয়ে নদীর পাড়ে একইরকমভাবে বাস করতে হয় তাদের। আর তাই এবার অনড় গ্রামবাসীরা। জেলা প্রশাসনকে এসেই তাদের সঙ্গে কথা বলতে হবে এবং এক মাসের মধ্যে পাড় ভাঙ্গন রোধ-এর কাজ শুরু করতে হবে বলে দাবি করেন গ্রামবাসীরা। নাহলে ঝাড়গ্রাম মেদিনীপুর যাওয়ার যে মূল সড়ক সেই সড়ক কেটে দেওয়া হবে বলে প্রতিবাদ শুরু হয়। যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে আজকের মত ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের রাস্তা। সকাল থেকে চলা অবরোধে যথেষ্টই সমস্যায় পড়েছেন ঝাড়গ্রাম এবং মেদিনীপুর থেকে আসা যাওয়া বাস যাত্রী থেকে শুরু করে বিভিন্ন মানুষজন। এখনও পর্যন্ত প্রশাসনের লোকজন না আসায় ক্ষোভ বাড়ছে এলাকায়। অবশেষে প্রায় ৭ ঘন্টা পর প্রশাসনের প্রতিশ্রুতির পর ওঠে অবরোধ।

Recommended