যে ৩টি রোগ হলে জান্নাতে যাবেন! আর আপনার গুনাহ সমুহ ঝরে পড়বে!!

  • 4 years ago
যে ৩টি রোগ হলে জান্নাতে যাবেন! আর আপনার গুনাহ সমুহ ঝরে পড়বে!!

#১ মহানবী (সা.) এরশাদ করেছেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে একটি রাত অতিবাহিত করবে, আল্লাহ তাআলা তাকে সদ্যজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেবেন। সুতরাং রোগমুক্তির জন্য ব্যস্ত হয়ে যাওয়া ঠিক নয়। #২ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (সা.) বলেছেন, ‘দোজখি লোক দেখার যাদের ইচ্ছা থাকে, তাদের বলো, যার কোনো দিন রোগ হয়নি তাকে যেন দেখে।’ অর্থাৎ অসুস্থতাও আমাদের জন্য বিশাল এক নিয়ামত অসুস্থতা মুমিন হওয়ার নিয়ামত, অপর হাদিসে এসেছে ,মহানবী (সা.) এরশাদ করেছেন, নিশ্চয় কোন মুমিনের যে রোগ হয় তার বিনিময় আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করে দেন #একবার রাসুল (সাঃ) বসে ছিলেন তার পাশে অনেক সাহাবি বসা একজন বলল । হে আল্লাহর রাসুল আল্লাহ ফজলে আমার কখনো অসুখ বিসুখ হয় না , তখন মহানবী (সা.) এরশাদ করেন উঠে দারাও তুমি , তুমি আমার উম্মতের অন্তরভুক্ত নও (আবু দাউদ ) তার মানে রোগ / অসুখ বিসুখ হল মুমিন আল্লাহ বান্দা লক্ষন । #৩ রাসূল (সা.) একবার তার জ্বরে আক্রান্ত এক অসুস্থ সাহাবীকে দেখতে গিয়ে বলেন, উম্মে সায়েব জ্বরে কাঁতরাতে থাকলে রাসূল (সা.) তাকে প্রশ্ন করেন তার সমস্যা সম্পর্কে। তখন তিনি উত্তর দিলেন, ‘আমার প্রচন্ড জ্বর হয়েছে। আল্লাহ একে অভিশপ্ত করুন।’ রাসূল (সা.) তখন বলেন, ""জ্বরকে গালি দিও না কেননা এটা আদম সন্তানের গুনাহ সমুহ এমন ভাবে দূর করে দেয় যেমন ভাবে কামার লোহার জং লোহা হতে পরিস্কার করে ফেলে। (সহিহ মুসলিম) মহানবী (সা.) এরশাদ করেছেন, নিশ্চয় মুমিনের এক রাত্রি জ্বর তার সকল গুনাহ সমুহ কে দূর করে দেয় (তাগরিব তারগিব ) #৪ রাসূল (সা.) অসুস্থতা সম্পর্কে অপর বর্ণনায় বলেছেন, অসুস্থতা গুনাহকে এমনভাবে ঝরিয়ে মুক্ত করে, যেভাবে শীতে গাছের পাতা ঝরে যায়। #মুমিনের জন্য সকল প্রকার অসুস্থতা ও বিপদকে তার গুনাহ থেকে মুক্তির উপকরণ হিসেবে রাসূল (সা.) বর্ণনা করেছেন। এমনকি পায়ে যদি ছোট একটি কাঁটাও বিঁধে, #৫ যে বেক্তি রোগে পতিত হয় না তার ঈমান পবিত্রতা নিয়ে সন্দেহ তৈরি হয়, মহানবী (সা.) বলেন "ঐ মুমিনের প্রতি আমি আশ্চর্য হই , যে রোগের কারনে অধৈয্য হয় , যদি সে জানত যে রোগের মধ্যে কত উপকার আছে তাহলে সে আল্লাহ সঙ্গে মিলিত না হওয়া র্যন্ত রোগাক্রান্ত থাকাই পছন্দ করতো - বাযযার #৬ অনেকে ভাবে রোগকান্ত হলে হয়ত ইবাদত কম হয় নেকি কম হয় কিন্তু উপরে ত দেখলাম কিভাবে গুনাহ দূর হয় , এই বার আরাকটা সু সংবাদ, রোগির জন্য "আল্লাহ কোন বান্দা যখন অসুস্থ হয় বা সফরে থাকে তখন তার আমল নামায় সেই পরিমান নেকি লেখা হয় যা সে সুস্থ বা মুকিম অবস্থায় করতো (সহিহ বুখারি) (আবু দাউদ হাদিস নং- ৩০৭০ ) সুবাহানাল্লাহি ওয়া বিহামদিহি অসুস্থ বা সফরে থাকলে সে সম পরিমান নেকি পেয়ে যাবে । আর রোগের সোওয়াব অন্য mk ত আছেই ।

#islamic_tv#4_brothers_team#islamic


-------Thank you so much ----

Recommended