The solar eclipse can be seen in the Bankura district at 10:42 am, if the sky is not cloudy, you can enjoy the full view at 12:31 noon.
  • 4 years ago
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ বলয়গ্রাস সূর্য গ্রহণ দেখায় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে মেঘলা আকাশ! তবুও এই মহাজাগতিক দৃশ্য দেখতে উদগ্রীব জেলার শহর বাঁকুড়া থেকে জঙ্গলমহল। আবহাওয়া অনুকুল থাকলে সারা জেলা জুড়ে দেখা যাবে এই গ্রহণ দৃশ্য। জেলায় আংশিক সূর্য গ্রহণ দেখার শুরু ঠিক বেলা ১০ টা বেজে ৪২ মিনিট ৭ সেকেন্ডে। আর পূর্ণ গ্রহন দেখতে পাওয়া যাবে ঠিক দুপুর ১২ টা বেজে ৩১ মিনিট ১১ সেকেন্ডে। এবং জেলায় গ্রহণ দেখার অন্তিম সময় অর্থাৎ তা শেষ হবে ঠিক দুপুর ২ টো বেজে ১৪ মিনিট ১৭ সেকেন্ডে। তবে খালি চোখে গ্রহণ দেখলে চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই , বা এক্সরে প্লেট, বিশেষ চশমা অবশ্যই দেখার সময় ব্যবহার করতে হবে।
Recommended