how can without touch cash withdrawal for atm machine

  • 4 years ago
how can without touch cash withdrawal for atm machine I will explain you.
শেষ সুযোগ, ৩০ জুনের মধ্যে আধার-প্যান লিঙ্ক না করালে বিপদ
নয়াদিল্লি: প্যান ও আধার সংযুক্ত করানোর দিন আগায় আসচে। যদি এখনঅ লিঙ্ক নাই করেন, তাহলে এইডয় শেষ সুযুগ। এইড মাসের ৩০ তারিখ অবধি থাকবে লিঙ্কের করার শেষ সুযোগ। আয়কর বিভাগ জানাইচে, ৩০ জুনের মধ্যে প্যান-আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। সুতরাং ৩০ জুন অবধি অপেক্ষা করা বোকার কাজ হবে। যদি ওই তারিখের আগে প্যান-আধার লিঙ্ক না করেন, তবে প্যানকাড বাতিল বলে বিবেচিত হবে।

উল্লেখ্য, করোনার ভাইরাসের জন্য প্যান-আধার সংযোগের সময় বাড়াইচে। তবে এই লিঙ্কিং-এর শেষ তারিখ এবার ঠিক করিচে ৩০ জুন। যদি লিঙ্ক না করা হয়, তবে এইখান অকেজো হয়ে যাবে। এইখান কোনও কাজে আসবেনি। আয়কর বিভাগ এইখানক অবৈধ করে দিবে।
প্যান অবৈধ হবে
জানায় দিছে, যদি লিঙ্ক না করেন , তবে 139AA ধারায় বাতিল হয়ে যাবে প্যান কার্ড। বিশেষজ্ঞরা মনেকরচে, প্যান কার্ডের লিঙ্ক না থাকলে অনলাইনে আইটিআর ফাইল করা কঠিন হবে। আইটি রিটার্ন আটকে যাবা পারে। এইড ছাড়া যদি প্যান বাতিল হয়ে যায়, তাহলে আর্থিক লেনদেন করার সময়ে প্যান ব্যবহার করবার পারবেননি ।
বাড়িত বইসে এসএমএসের মাধ্যমে লিঙ্ক কর
আয়কর বিভাগ করদাতালার জন্য দারুণ সুবিধা আনিচে। এখন এসএমএসের মাধ্যমে আধার-প্যানকাডখানক সংযুক্ত করবাপাবেন। এর জন্য ফোনডট ইউআইডিপিএন লেখপা হবে। এর পর তোর আধার নম্বর এবং তারপর স্পেস/ফাকা দিয়ে প্যান নম্বর দিবা হবে। এইখানক 567678 বা 56161 নম্বরত পাঠাবা হবে। এইড ছারা অনলাইনেঅ আধার প্যান

Recommended