সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই Radhe Radhe Premo Radhe Binodini Ray Sumi Mirza New Bangla Folk Song 2020

  • 4 years ago
"New Bangla Folk"

সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই Radhe Radhe Premo Radhe Binodini Ray Sumi Mirza New Bangla Folk Song 2020


গানের লিরিক্স...!

সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই
বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই
একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়
পেছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে চায়

জল ভরো জল ভরো রাধে ও গোয়ালের ঝি
কলস আমার পূর্ণ করো রাধে বিনোদি

কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায়
বামন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়

কালো কালো করিসনালো ও গোয়ালের ঝি
আমায় বিধাতা করেছে কালো আমি করবো কী
এক কালো যমুনার জল সর্ব প্রাণী খায়
আরেক কালো আমি কৃষ্ণ সকল রাধে চায়

এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিলো
সর্প হয়ে কালো বাঁশি রাধেকে দংশিলো

ডান পায়ে দংশিলো রাধের বাম পায়ে ধরিলো
মরলাম মরলাম বলে রাধে জমিনে পড়িলো

মরবেনা মরবেনা রাধে মন্ত্র ভালো জানি
দুই একখানা ঝাড়া দিয়ে বিষ করিবো পানি

এমন অঙ্গের বিষ যে ছাড়িতে পারে
সোনার এই যৌবনখানি দান করিবো তারে

এই কথা শুনিয়া কানাই বিষ ছাড়িয়া দিলো
ঝেড়েঝুড়ে রাধে তখন গৃহবাসে গেলো

গৃহবাসে গিয়া রাধে আড়ে বিছায় চুল
কদম ডালে থাইক্কা কানাই ফিক্কা মারে ফুল

বিয়া নাকি করো কানাই বিয়া নাকি করো
পরের রমণী দেখে জ্বালায় জ্বলে মরো

বিয়া তো করিবো রাধে বিয়া তো করিবো
তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো

আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও
গলাতে কলসি বেঁধে যমুনাতে যাও

কোথায় পাবো হাড়কলসি কোথায় পাবো দড়ি
তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি

এমন যুবতী রাধে যদি পেতে চাও
গলায় কলসি বেঁধে যমুনাতে যাও
কোথায় পাবো হাড়কলসি কোথায় পাবো দড়ি
তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি ...

Recommended